উল্লাপাড়ার সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🕧Published on:

 : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

উল্লাপাড়ার সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



 গ্রেফতার মাদক কারবারি হলো, বি-বাড়িয়া জেলা ও সদর থানার দক্ষিন পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া(৩৫)।


রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২ টার দিকে র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমান এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার বেলা সোয় ১২ টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল বগুড়া টু ঢাকা মহাসড়কের পাশে খান আবাসিক হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার এবং ১টি মোবাইল জব্দ করা হয়েছে। 


তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।


গ্রেফতার আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।