বকশীগঞ্জে ব্যারিস্টার সামির সাত্তারকে নাগরিক সংবর্ধনা প্রদান
🕧Published on:
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির সাত্তারকে বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উপজেলা শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আ: হামিদের সঞ্চালনায় ও বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এমএ সাত্তার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও সংবর্ধিত অতিথি ব্যারিস্টার সামির সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, ব্যবসায়ী জাহিদুল ইসলাম প্রিন্স, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ, সাংবাদিক আশরাফুল হায়দার,সাংবাদিক শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু , যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আজম, মনিরুজ্জামান মনির, সাংবাদিক এমদাদুল হক, প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ছামির সাত্তারকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।