বাঁশখালীর শীলকূপে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান

S M Ashraful Azom
0

 : শীলকূপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিমল দেব কে বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালীর শীলকূপে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা ও গুণিজন সম্মাননা প্রদান



 শনিবার (১৮ মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও গুণীজন সম্মানা অনুষ্ঠানে মহান মুক্তিযোদ্ধাদের, শিক্ষাসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শীলকূপস্থ একঝাঁক গুণিজ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কুসুম বন্ধু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন।


বিদায় সংবর্ধনা ও গুণিজন সম্মাননা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রকাশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফু। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মো. জয়নুল আবেদীন রিপন।


এ সময় মহান মুক্তিযোদ্ধে অবদান রাখায় সংবর্ধিত হলেন বীরমুক্তিযোদ্ধা মো. ইদ্রিস সিকদার, শিক্ষক সমীর বড়ুয়া, আহমদ ছফা। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হলেন শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাস্থবির, কর্মবীর দেবমিত্র মহাস্থবির, বাবু বগলা ভূষণ বড়ুয়া, মাওলানা সাইফুল মুলক, ফেরদৌস নূরী, মীর মোহাম্মদ হোসেন খান, বাবু হেমেন্দ্র চন্দ্র আইচ, বাবু পঙ্কজ ভূষণ বড়ুয়া, ছৈয়দ আহমদ, বাবু নীলমনি বড়ুয়া (মরনোত্তর), বাবু অনাদি রঞ্জন বড়ুয়া, বাবু দেশবন্ধু বড়ুয়া (মরনোত্তর), শ্রীমতি ঝুলা রাণী বড়ুয়া (মরনোত্তর), শ্রীমতি অতসী ময়ী বড়ুয়া, শ্রীমতি সীমা বড়ুয়া (মরনোত্তর)। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আসহাব মিঞা (মরনোত্তর), বীরমুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম (মরনোত্তর), সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন এম.এ, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সাবেক চেয়ারম্যান মো. মহসিন।


অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি, বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন আ'লীগের সভাপতি বাবু ডা. ভূপাল বড়ুয়া প্রমূখ।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top