রৌমারীতে ছাত্রলীগের সম্মেলন স্থগিত
🕧Published on:
শফিকুল ইসলাম : কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা শাখার ছাত্রলীগের সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।
এদিকে সম্মেলনকে ঘিরে কয়েকদিন ধরে রৌমারীর আনাচে কানাচে আলোচনা, মিছিল,মিটিংসহ এক আমেজ চলে আসছিল।এ খবরে রৌমারীর তৃণমুল পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজ শনিবার ১১ মার্চ ২৩ পূর্ব নির্দ্ধারিত রৌমারী ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য রয়েছে যে, উক্ত সম্মেলনের পরবর্তী সময় তারিখ যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে রৌমারী ছাত্ররীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল এবং সম্মেলন যথাযথ ভাবে আয়োজন ও সফল করার লক্ষে পূর্ব ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকর করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।