বকশীগঞ্জের সাংবাদিক মনিরুজ্জামান লিমন বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত
🕧Published on:
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজের বকশীগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান লিমন বর্ষসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
গত ৭ মার্চ ময়মনসিংহের ভালুকায় গ্রীন অরণ্য পার্ক রিসোর্টে বর্নাঢ্য আয়োজনে দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি সম্মেলনে তাকে সম্মাননা পত্র প্রদান করা হয়।
জানা গেছে, দৈনিক প্রতিদিনের কাগজ এর ২০২২ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়নমূলক সংবাদ , অনুসন্ধানী প্রতিবেদন, বিশেষ সংবাদ,জনস্বার্থে ও বিজ্ঞাপন প্রকাশে বিশেষ ভূমিকা রাখায় প্রতিনিধি প্রতিনিধি সম্মেলনে সম্পাদক খায়রুল আলম রফিক স্বাক্ষরিত সম্মাননা পত্রটি তাকে প্রদান করা হয়।
সাংবাদিক মনিরুজ্জামান লিমন সম্মাননা পত্র পাওয়ায় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।