জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন বুধবার বেলা ১২ টায় আশরাফিয়া আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা শাখার সভাপতি ;হাফেজ-মাওলানা বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
প্রধান বক্তা ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডাঃ সৈয়দ ইউনুছ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ সভাপতি মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (সিরাজী), বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ঝাউগড়া ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আদ্রা ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, মেলান্দহ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী লিয়াকত আলী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে সর্ব্বসম্মতিক্রমে মাওলানা বুরহান উদ্দিনকে সভাপতি, আজহারকে সাধারণ সম্পাদক এবং মাও. আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।