সাংবাদিকরা মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকুন : এমপি তানসেন
🕧Published on:
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন বলেছেন, বর্তমান সময়ে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যম বেড়েছে, সাংবাদিকও বেড়েছে।
উপজেলা পর্যায়ে সাংবাদিকদের একাধিক ক্লাব ও সংগঠন গড়ে উঠেছে। শৃঙ্খলার মধ্যে থাকুন, পূর্বের কোনো বিষয় বা মতপার্থক্য ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। ঐক্যবদ্ধ থাকলে কেউ সুযোগ নিতে পারবে না।
তিনি আরও বলেন, সঠিক তথ্যে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। সাংবাদিকরা কখনো কারো কাছে মাথানত করেনি এবং করেনা। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বুধবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্থানীয়ভাবে সম্মিলিত সাংবাদিক সমন্বয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম তানসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এরআগে সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইউপি চেয়ারম্যানসহ চার সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন বগুড়া ইনচার্জ শাহ্ মো. ইলিয়াস লেলিন, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি ও জার্নালিজম ইনস্টিটিউট অব বগুড়ার পরিচালক এসএম কাওসার, নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন।
সাজ্জাদুল বারীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসদ সভাপতি কামরুজ্জামান কামরুল, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী রহমান, সহ সভাপতি মোছাব্বর হাসান মুসা, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, জিয়াউর রহমান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কাউন্সিলর আবু সাঈদ মিলন, সাইদুল ইসলাম মিলন, ব্যবসায়ী ফজলুল হক কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।