নন্দীগ্রামে দুই স্কুলের নতুন ভবন উদ্বোধনে এমপি তানসেন

S M Ashraful Azom
0

 : বগুড়ার নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নতুন চারতলা ভবন এবং দাশগ্রাম নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন একইদিনে উদ্বোধন করেছেন ১৪ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। 

নন্দীগ্রামে দুই স্কুলের নতুন ভবন উদ্বোধনে এমপি তানসেন



 সোমবার দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মেধাবী জাতি গঠনে কাজ করছে। তোমরাই হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের নাগরিক। 


উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক আহছানুল হক। উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান রুস্তম, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ। 


এরআগে বালিকা বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ও একতলা একাডেমিক নতুন ভবন উদ্বোধন করেন রেজাউল করিম তানসেন এমপি। বিকেলে তিনি নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিন সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের দাশগ্রাম নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য। অন্যদিকে ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুল এন্ড কলেজ ও কেজি একাডেমি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top