জামালপুরে শিক্ষকদের মানবন্ধবন্ধন: দুই ঘন্টার কর্মবিরতি
🕧Published on:
জামালপুর সংবাদদাতা : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে জামালপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে শিক্ষকরা।
সোমবার ফৌজদারি মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখা আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ মফিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আছাদুজ্জামানসহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ডিসির অফিসের সামনে মিলিত হয়। সেখানে সংক্ষিত সমাবেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
ওদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার অন্যান্য উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠানেও ২ ঘন্টা কর্মবিরতি পালন করার খবর পাওয়া গেছে। এর মধ্যে মেলান্দহ উপজেলার আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়।#
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।