আগামীকাল বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা

🕧Published on:

 : বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুণ বাজারস্থ ঐতিহ্যবাহী বায়তুল ইরফান আদর্শ মাদরাসার ১৮ তম বার্ষিক মাহফিল বৃহস্পতিবার (৯ মার্চ) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে। 

আগামীকাল বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা



 এদিন 'এ'প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থী, সহিহ্ কোরআন তেলাওয়াৎ, ইংরেজী-বাংলা-আরবি ভাষায় বক্তব্য প্রতিযোগীতা, সর্বোচ্চ উপস্থিতি সহ বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের বার্ষিক পুরুস্কার বিতরণ করা হবে কৃতিশিক্ষার্থীদের মাঝে।


এতে বার্ষিক সভায় আলোচনা প্রদান করবেন বাঁশখালী চাম্বল বড় মাদরসার পরিচালক শাহ্ আব্দুল জলিল, হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মাও আনোয়ার শাহ্ আযহারি, নাসিরাবাদ পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব আল্লামা শাহ্ নুর মুহাম্মদ, দোহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাও আব্দুল্লাহ্ আল-মারুফ (বয়ান-বাদে মাগরিব), মনকিচর বড় মাদরাসার পরিচালক মাও আনিসুর রহমান, লোহাগাড়া জামেয়া ইবনে আব্বাস মাদরাসার সিনিয়র শিক্ষক মাও শোয়াইব আল কাসেমী সহ বিশিষ্ট ইসলামিক আলোচকবৃন্দ আলোচনা করবেন।


উক্ত সভায় মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।