বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাঁশখালী ডিগ্রী কলেজে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও কলেজের বার্ষিক ক্রিড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগামী শুক্রবার (১৭ মার্চ) আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
![]() |
ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। |
বিষয়টি নিশ্চিৎ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও বাঁশখালী ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি ড. জমির উদ্দিন সিকদার। মূলত তাঁর আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তিনি।
সূত্রে জানা যায়, এদিন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন ও কলেজের বার্ষিক ক্রিড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে কলেজে উপস্থিত থাকবেন। এ সময় তিনি কলেজে নির্মানাধীন বধ্যভূমি সহ অন্যান্য অবকাঠামো দেখাশোনা করবেন এবং পুরুস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানটি ওইদিন বিকেল সাড়ে তিনটার সময় শুরু হওয়ার কথা জানা যায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।