নন্দীগ্রামে হলুদ সাংবাদিকতা করায় হাফছা ও মন্টুকে বহিস্কার

🕧Published on:

 : বগুড়ার নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাব থেকে হাফছা খাতুন ও তানসেন আলী মন্টুকে অব্যহতি দেওয়া হয়েছে। তারা সংগঠনের পরিচয় বহন করে কোথাও কোনো অনৈতিক কর্মকান্ড করলে অনলাইন প্রেসক্লাব কোনো দায়ভার নেবে না বলে জানিয়েছে। 

নন্দীগ্রামে হলুদ সাংবাদিকতা করায় হাফছা ও মন্টুকে বহিস্কার



 বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সম্পাদক মন্ডলীর সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সিদ্ধান্ত বিরোধী কর্মকান্ড, সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র, সংগঠনের পরিচয় বহন করে অনৈতিক কর্মকান্ড, কপিপেস্ট সংবাদ প্রকাশ করা ও নিয়মিত সভায় উপস্থিত না হওয়া সহ নানা অভিযোগে নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি পদ থেকে তানসেন আলী মন্টু ও দপ্তর সম্পাদক পদ থেকে হাফছা খাতুনকে অব্যহতির সিদ্ধান্ত গৃহীত হয়। এরআগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সম্পাদক মন্ডলীর সভায় ওই দুইজনকে বহিস্কারের সুপারিশ করা হয়। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ থেকেও তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে। 


জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার প্যাডে সভাপতি মাকসুদ আলম হাওলাদার ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুরনবী রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুইজনকে অব্যহতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।