মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর

S M Ashraful Azom
0

 : জামালপুরের মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য শীর্ষক আলোচনা, সাহিত্যের আসর ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মেলান্দহে কাজী নজরুলের ইসলামি গানের তাৎপর্য ও সাহিত্যের আসর, কাজী নজরুল ইসলাম,কাজী নজরুল ইসলামের গান,কাজী নজরুল ইসলামের কবিতা,কাজী নজরুল ইসলামের গজল,কাজী নজরুল ইসলামের লেখা গজল,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,কাজী নজরুলের শ্যামাসঙ্গীত,নজরুল ইসলামের কালজয়ী সংগীত,ইসলামী গান,নজরুল গান, শিল্প সাহিত্যের আসর,বাংলা সাহিত্য,বাংলা সাহিত্যের গল্পের আসর,সাহিত্যের ইতিহাস,সাহিত্য,সাহিত্যের তাৎপর্য,বাংলা সাহিত্যের গল্প,শিল্প সাহিত্যে,সাহিত্যিক,বাংলা সাহিত্যের ইতিহাস,সাহিত্যতত্ত্ব



 লিউনা তাসনিম সাম্য’র কণ্ঠে রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ নজরুলের বিখ্যাত এই গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করে। সৈকতের প্রতিষ্ঠাতা পরিচালক-দৈনিক ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামাল এতে সভাপতিত্ব করেন। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন-৭১’র গেরিলা যোদ্ধা-মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারি জাহাঙ্গীর আলম বাবু। বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করেন-সৈকত সাহিত্য পত্রের সহসম্পাদক-বিটিভির প্রোগ্রাম নির্মাতা ফজলুল করিম, কবি তৌহিদুল ইসলাম অটল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কবি ও পর্বতারোহী ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল বাবু, জামালপুর জজকোর্টের এপিপি এড. আইয়ুব আলী চিশÍী, শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি- ভোরের কাগজের প্রবীন সাংবাদিক রেজাউল করিম লেবু, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল্লাহ, শ্রেষ্ঠ শিক্ষক-নজরুল গবেষক আমিনুল ইসলাম খান, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, মাসিক বহ্মপুত্র’র সম্পাদক-প্রকাশক কবি মনিরুজ্জামান বাদল প্রমুখ। 

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন-কবি বিপ্লব সরকার, কবি কামরুন্নাহার শিখা, কবি আব্দুল কাদের, কবি আশরাফুল অর্নব, কবি পারভেজ মোশাররফ, কবি তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, কবি আরিফুল ইসলাম লাবলু, কবি বুলবুল আহমেদ, কবি শহিদুল্লাহ সরদার, কবি নাইম হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে ব্রিটিশ নৌবাহিনী (রয়্যাল নেভি)’র লস্টিশিয়ান-একমাত্র বাংলাদেশি মেহেদী হাসান এবং কবি-প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজকে সংবর্ধনা প্রদান করা হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top