[১২৮] স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত হলেন এএসপি সোহেল

S M Ashraful Azom
0

 : সাময়িক বরখাস্ত হলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।

স্ত্রীর যৌতুক মামলায় বরখাস্ত হলেন এএসপি সোহেল



স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় অভিযোগ গঠনের পর তার বিষয়ে এমন সিদ্ধান্ত এলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। 

জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এএসপি সোহেলের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় ২০২২ সালের ২ অক্টোবর সোহেল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে পূর্ণ বেতনভাতা নিয়ে থাকলে তা সমন্বয় করতে হবে।

রৌমারী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিনের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার কল করে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top