[৯৯] কুড়িগ্রামে ধান, চাল সংগ্রহ অভিযান শুরু

🕧Published on:

 : দেশের উত্তারাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে সরকারীভাবে ধান, চাল, গম সংগ্রহের লাকি পার্সেজের শুভ উদ্বোধন করা হয়েছে।

কুড়িগ্রামে ধান, চাল সংগ্রহ অভিযান শুরু



মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হক, কুড়িগ্রাম সদরের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি(সদর) গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সদর উপজেলার প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হাই রন্জু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

এ বছর চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১শ ৬২ মেটিক টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮শ ১২ মেট্রিক টন। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।