[২৩৫] উল্লাপাড়ায় শিক্ষকদের কর্মশালা
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় সোমবার উর্লাপাড়ায় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকগনের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এইচ, টি, ইমাম গার্লস স্কুল ও কলেজ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসাবুল হক ও সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ, কে এম শামছুল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, অধ্যক্ষ হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, এ্যাকাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
কর্মশালায় শতাধিক প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।