জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে স্মার্ট বাংলাদেশ বিণির্মানে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনাসভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, ড.আনোয়ার হোসেন মন্ডল ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।