লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে রবিবার সন্ধ্যায় আলোচনা সভায অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবূ নাসের চৌধুরী সভাপতিত্ব এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আব্দুল খালেক আকন্দ, ত্রাণ বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন শাহ,তাছির উদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের এই দিনে শেখ হাসিনা ১১ মাস বন্দি থাকার পর, জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব-জেল থেকে মুক্তি পান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।