[৩৫৭] ইসলামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়।
বুধবার বিকালে ইসলামপুর সরকারী নেকজাহান মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল।
উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আঃ কাদের শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,প্রধান শিক্ষক রিয়াজুল করিম বাবু,কুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক,জনপ্রতিনিধি.রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চিনাডুলী ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়ন দল উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে। খেলায় ট্রাইব্রেকারে চিনাডুলী ইউনিয়নকে কুলকান্দি ইউনিয়ন পরাজিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার ১৩টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।