[৬১১] ময়মনসিংহে ঘরের ভিতরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

🕧Published on:

: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় সাপের কামড়ে মাহমুদুল হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহে ঘরের ভিতরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর



শনিবার (১ জুলাই সকালে দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামে সাপে কামড় দেয়ার ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ওই এলাকার মোঃরমজানের ছেলে।


দত্তেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোখসানা আক্তার  গণমাধ্যমকে বলেন,ওই পরিবারের সবাই ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। ঈদে স্বপরিবারে বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওরা ঢাকায় থাকায় ঘরে কেউ বসবাস করতো না। ঘটনার দিন সকালে নিহত শিশু মাহমুদুল হাসান ঘরের ভিতরে খেলাধুলা করছিল।


এসময় ঘরের ভিতরে গর্তে হাত দিলে তার ডান হাতের আঙ্গুলে সাপে কাটে। পরে তাঁর চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করে স্থানীয় উজার কাছে নিয়ে যায়। এমতাবস্থায় পরিস্থিতির অবনতি হলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।