[৭৮৫] সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আ’লীগ আবারও ক্ষমতায় আসবে

🕧Published on:

: সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাহ আল্লাহ।

সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আ’লীগ আবারও ক্ষমতায় আসবে



তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। তিনি প্রয়াত এডভোকেট সাহারা খাতুন এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শিক রাজনীতি করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।

১৫ জুলাই, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম এডভোকেট সাহারা খাতুন এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আওয়ামী লীগ নির্যাতন-নীপিড়নের রাজনীতিতে বিশ্বাস করে না। শেখ হাসিনার এই ১৪ বছরের শাসনামলে মানুষ সুশাসন ভোগ করেছে। বিএনপি-জামাত বিডিয়ার বিদ্রোহে ষড়যন্ত্র করে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে প্রয়াত নেতা এডভোকেট সাহারা খাতুন সে ষড়যন্ত্রকে সাহসীকতার সাথে প্রতিহত করেছে। বর্তমান সময়ে আমরা প্রয়াত নেতার আদর্শকে অনুস্মরণ করে এগিয়ে যাবো।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিসেস উর্মি জামান, মোঃ খাজা হোসেন, খন্দকার আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাতুব্বর প্রমুখ। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।