[৮১১] নন্দীগ্রামে কৃষকদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি চালকের

🕧Published on:

 : বগুড়ার নন্দীগ্রামে ধান আবাদি মাঠের মধ্যে বৈদ্যুতিক তাঁর ঝুলে ছিল। বিদ্যুৎপৃষ্টের কবল থেকে কৃষকদের বাঁচাতে ঝুলন্ত তাঁরের সঙ্গে বাঁশের খুঁটি দেওয়ার চেষ্টা করছিলেন ফারুক হোসেন (৪০) নামের এক সিএনজি চালক।

নন্দীগ্রামে কৃষকদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি চালকের



বৈদ্যুতিক তাঁরের সঙ্গে কাঁচা বাঁশের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্টের কবলে পড়েন ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম পশ্চিমপাড়া মাঠে এঘটনা ঘটেছে। বিদ্যুৎপৃষ্টে নিহত ফারুক হোসেন বগুড়া সদরের পলাশবাড়ি এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি মাঝগ্রাম এলাকার আবু জাফরের কন্যাকে বিয়ের পর থেকে ঘরজামাই থাকতেন। 

ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করে জানান, সিএনজি চালক ফারুক গ্রামের মানুষের উপকার করতেন। 

তিনি বাড়ির পাশে মাঠের মধ্যে বৈদ্যুতিক তাঁর ঝুলে থাকতে দেখেন। গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন ভেবে নিজে একটি বাঁশ কেটে ঝুলন্ত তাঁরের সঙ্গে খুঁটি দিয়ে উচুঁ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টের কবলে পড়েন। 

ঘাস কাটতে গিয়ে একজন তাকে মাঠের মধ্যে পরে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। পরে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক ফারুক মারা যায়। 

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।