[৬৩০] রৌমারীতে বীরমুক্তিযোদ্ধা শহিদুর রহমানের মৃত্যু

🕧Published on:

 : রৌমারী উপজেলায় বীরমুক্তিযোদ্ধা শহিদুর রহমান (৭৮) মৃত্যু বরণ করেছেন। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভোগছিলেন।

রৌমারীতে বীরমুক্তিযোদ্ধা শহিদুর রহমানের মৃত্যু



পরিবার সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা শহিদুর রহমান বিভিন্ন রোগে ভোগছিলেন। সোমবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। 

তিনি উপজেলার বন্দবেড় গ্রামের আব্দুল গফুরের ছেলে বলে জানা যায়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৫ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার বলেন, তিনি খুবই ভালো মানুষ ছিলেন। যুদ্ধের সময়ে আমরা একে অপরের পরামর্শে পাকহানাদার বাহিনীর উপর হামলা চালিয়েছি। তার মৃত্যুতে আমরা একজন দায়িত্বশীল মুক্তিযোদ্ধা হারালাম। যা আর কোন দিন পূর্ণ হবে না। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। 

তিনি আরো বলেন সোমবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।