[৭৩২] কুড়িগ্রামে নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি

🕧Published on:

 : কুড়িগ্রামে গত তিনদিন থেকে সবকটি নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নঞ্চলসমুহ থেকে পানি কমে গিয়ে পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

কুড়িগ্রামে নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি



তবে দুই দফা নদনদীর পানি বেড়ে বন্যা সৃষ্টিতে নদনদী অববাহিকার মানুষজন পড়েন বিপাকে। অনেকের পাটখেত ও পটল,ঝিঙেসহ নানা সবজি খেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান,ক্ষণস্থায়ী এবারের বন্যায় জেলার প্রায় ১৪৫হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। 

তম্মধ্যে পাটখেত ১শ হেক্টর, পটল, ঝিঙে, শশাসহ নানা সবজি ২৫ হেক্টর, বীজতলা ২০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়।

বন্যার পানি সরে যাওয়ার পর এসব ফসলের প্রায় ৮ হেক্টর জমির সবজি পুরোটা নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে,নদনদীর পানি কমে গিয়ে জেলার চর ও দ্বীপচরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।প্রায় ৩০টি পয়েন্টে নদী ভাঙছে।গত এক সপ্তাহের ব্যবধানে রাজারহাট,উলিপুর ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় স্থাপনা,বিদ্যালয়,আবাদি জমি ও বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যায়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।