ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দিগড় ইউনিয়নের বাগুন্তা গ্রামে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আতাউর রহমান খান।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসান মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,টাঙ্গাইল জেলা মহিলা সংস্থার কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,ঘাটাইল মহিলা সংস্থার চেয়ারম্যান জীবুন নিছা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা তথ্য সেবা কর্মকতা সুমি বেগম।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।