[৮৭০] মানবসেবার ব্রত নিয়ে পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে

S M Ashraful Azom
0

: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, মানবসেবার ব্রত নিয়ে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে। টাকার পেছনে ছুটলে হবে না, কাজ করে যেতে হবে। তবেই এক সময় টাকা, সম্মান সবই আসবে। রোগীর গোপনীয়তা রক্ষার দিকেও খেয়াল রাখতে হবে। রোগীকে সঠিকভাবে সেবা দেয়া অত্যন্ত মহৎ কর্ম। রোগীকে ভালোবাসলে, আপন ভেবে সেবা দিলে তা পরোকালেও কাজে লাগবে। এটা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। রোগীকে মানবসেবার ব্রত নিয়ে সেবা দান করতে পারলে বেহেশত লাভের পথ সুগম হয়।

মানবসেবার ব্রত নিয়ে পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে



সোমবার ২৪ জুলাই (২০২৩ খ্রী.) রাজধানী মুগদা মেডিক্যাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন চিকিৎসক শিক্ষার্থীদের নবীন বরণ পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 


মুগদা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য বলেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অসামান্য অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ১০ শতাংশ চিকিৎসক শহীদ হয়েছেন। করোনা মহামারী মোকাবিলা করতে গিয়ে ১৩০ জন চিকিৎসক জীবন দিয়েছেন। 

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছেন । করোনা মহামারীর সময় চিকিৎসকদের দক্ষতা ও সঠিক ম্যানেজমেন্টের কারণে বিশ্বের  উন্নত দেশগুলোর চাইতেও এদেশে মৃত্যু হার কম ছিল।  


উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে নবীন চিকিৎসক শিক্ষার্থীদের ডিসিপ্লিন মেনে চলা, প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনেই সম্পন্ন করা, আত্ম বিশ্বাস অর্জন করা, ভিশন নির্ধারণ করা, অন্যদের প্রতি বিশ্বাস রাখা ইত্যাদির উপর গুরুত্বারোপ করেন।     


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top