উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়ে কিশোর আব্দুর রহমান (১৩) নামের একজনের মৃত্যু হয়েছে।
সে এলাকার আকুব্বর হোসেনের ছেলে। তার সাথে থাকা প্রতিবেশী মৃত জহু পাগলার ছেলে বন্ধু ফাহিম, খাদেমের ছেলে জিহাদ নিখোঁজ রয়েছে। এক সাথে তারা ঢাকায় ঘুরতে গিয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ বন্ধু মিলে গতকাল মঙ্গলবার দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে উল্লাপাড়া থেকে হঠাৎ ঢাকায় যায়। রাতে ফাহিম ও জিহাদ তাদের পরিবারকে ফোন করে জানায়, তারা ঢাকার কমলাপুর রেলষ্টেশনে বাড়ী আসার জন্য অবস্থান করছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পরে তারা রাতে রংপুর এক্সপ্রেস ট্রেনে ওঠে ৩ জন উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজ পাড় হয়ে বাড়ির কাছে গুচ্ছগ্রাম বালুর টেকের কাছে আসে। তখন আব্দুর রহমান চলন্ত ট্রেন হতে ঝাঁপ দিয়ে নিহত হন। বাকি ২ জনের খবর পাওয়া যাচ্ছেনা। বুধবার সকালে নিহত কিশোরের লাশ ট্রেন লাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার এস আই রূপ সাহা জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে নামার উদ্দেশ্যে ঝাঁপ দিয়ে নিহত আব্দুর রহমান এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের রির্পোট ও তদন্ত করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। লাশ মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।