[১২৬০] পত্নীতলায় জাতীয় কুষ্ট নিয়ন্ত্রণ কর্মসূচির উপর কর্মশালা

🕧Published on:

 : প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২০৩০ সালের মধ্যে কুষ্টমুক্ত বাংলাদেশ গড়ার, প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজলা স্বাস্থ্য অধিদপ্তর ও বেসামরিক এনজিও সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় কুষ্ট নিয়ন্ত্রণ কর্মসূচির উপর একদিনের কর্মশালা আনুষ্ঠানিক হয়েছে।

পত্নীতলায় জাতীয় কুষ্ট নিয়ন্ত্রণ কর্মসূচির উপর কর্মশালা



ডেমিয়েন ফাউন্ডেশন পত্নীতলার ডিএসপি ইউসুফ আহমেদের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমিয়েন ফাউন্ডেশনের রাজশাহী অঞ্চলের কো-অডিনেটর আসাদুজ্জামান। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার সামসুল হক, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল চৌধুরী, ডেমিয়েন ফাউন্ডেশনের টিএলসিএ সুজাতা রানী, ডেমিয়েন ফাউন্ডেশনের সিএফ হেলারিয়াস টুডু প্রমূখ। 

পরে কুষ্ট রোগীর পরিবারের সদস্যদের ডেমিয়েন ফাউন্ডেশনের পক্ষ থেকে হরলিক্স সহ কিছু সামগ্রী বিতরন করা হয়। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।