জামালপুর প্রতিনিধি : “বিদেশী অনুদান নয়, আমাদের দেশ গড়বো আমরাই, জলবায়ু বিপর্যয় রুখবো আমরাই” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বৃক্ষ বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জামালপুর পৌর এলাকার নাওভাঙ্গা চর আশ্রয়ন প্রকল্পে এই বৃক্ষ বিতরণ কর্মসূচীর আয়োজন করে এস এম ফাউন্ডেশন।
কর্মসূচীতে স্থানীয় পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সচেতন নগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, এস এম ফাউন্ডেশনের সমন্বয়কারী এসকে সাদী রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অবাধে বৃক্ষ নিধনের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্রæত বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের মানুষের জীবন-যাপন দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তাই বেশী বেশী বৃক্ষ রোপনের মাধ্যমে আমরা আমাদের চারপাশের পরিবেশ ভালো রাখতে পারব। অতিথিরা আরও বলেন, প্রতিবারই এস এম ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুর ও শেরপুর জেলায় বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় বৃক্ষশূণ্য আশ্রয়ন প্রকল্পে বিনামূল্যে গাছের চারা বিতরণের আয়োজন করা হয়েছে। পরে অতিথিরা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কাঠাল, পেয়ারা, লেবুসহ ৪৫০টি বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।