[১২৭৩] আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের মরদেহ উদ্ধার

S M Ashraful Azom
0

 : নোয়াখালীর বেগমগঞ্জের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ডোমের মরদেহ উদ্ধার



নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)।  সে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।  


শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।    

নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো.রফিকুল বারী বলেন, নিহত বেলাল মানসিক সমস্যায় ভূগছিলেন। কিছু দিন আগে সে একটি মাইকিংয়ের পিকআপ ভ্যান ভাংচুর করে।  এরপর সুধারাম থানার ওসি তাকে রিহ্যাব সেন্টারে পাঠায়।  সেখানেও পাগলামির কারণে তারা তাকে প্রেরত পাঠায়। গত কয়েকদিন সে জননী হসপিটালে চিকিৎসাধীন ছিল। গত পরশু সে বাড়িতে আসে।  একপর্যায়ে শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  


 নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নিহত বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম ছিল। এটা হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছেনা।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।   


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top