[১৫০০] রৌমারীতে ফিলিস্তিনির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
🕧Published on:
শফিকুল ইসলাম : ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ, ফিলিস্তিনি মুসলিম নারী, পুরুষ ও শিশু হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা।
আছরের নামাজের পর রৌমারী উপজেলার শাপলা মোড় জামে মসজিদ চত্বর থেকে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে শাপলা মোড় এলাকায় পথ সভায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আকতার হোসেন, মো. রেজাউনুল হক ক্বারী, আতাউর রহমান ও মোজাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
বক্তারা শিগগিরই ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান।
এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত লোকজন অংশ নেয়। পরে বিক্ষোভ মিছিলটি জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।