শফিকুল ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী নিয়ে ২৮ কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি (জেপি) থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই প্রথম রৌমারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম গ্রহণ করলেন সাবেক এমপি রুহুল আমিনের সমর্থকরা।
রুহুল আমিন জাতীয় পাটি জেপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার ২২ নভেম্বর বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার নাহিদ হাসান খান এর নিকট থেকে জাতীয় পার্টির (জেপির) পক্ষ থেকে স্থানীয় মেম্বার ফিরোজ ও সমর্থকরা এ ফরম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, সোহেল রানা, আব্দুস সালাম মাষ্টার, এমদাদুল হক, (অব) আর্মি ফিরোজ কায়সারসহ সাংবাদিকবৃন্দ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।