উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথম দিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের নবগ্রামের পাশের রাস্তায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রামের পাশে মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কাভার্ড ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা বেশকিছু মালামাল পুড়ে গেছে।
উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়ায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে তাদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গাড়ির আগুন নিয়ন্ত্রণ আনে এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি চিকিৎসার কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।