জামালপুর সংবাদদাতা : জামালপুর সদর আসনের এমপি প্রার্থী আলহাজ রেজাউল করিম রেজনু সিআইপি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
১ নভেম্বর বেলা ১১টায় তামালতলাস্থ আওয়ামী লীগের পুরাতন দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর আসন থেকে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি যদি নির্বাচিত হই; তাহলে জামালপুর সদর উপজেলাকে ঢেলে সাজাবেন এবং উন্নয়নের গতি অব্যাহত রাখবেন। বিগত দিনের জামালপুর আর নতুন ভাবনার জামালপুরকে তুলনা করতে পারবেন।
এ জন্য তিনি ভোটার, সুশীলসমাজ, গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় দুর্দিনের ত্যাগী এবং সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।