[০০০০৭] জামালপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মানববন্ধন

S M Ashraful Azom
0

 : জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) রেজাউল করিম রেজনুর সমর্থকরা মানব বন্ধন করেছেন। ১ জানুয়ারি দুপুরে তামালতলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মানববন্ধন



মানববন্ধনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বক্তব্য প্রত্যাহারের দাবি করা হয়। 


একই সাথে রেজনুর নির্বাচনী সমন্বয়ক আসাদুজ্জামান আকন্দ বাবুকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারসহ মামলা প্রত্যাহারেরও দাবি করা হয়। 

উল্লেখ্য, কয়েকদিন আগে রেজনুর সমর্থকরা আবুল কালাম আজাদের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগসহ কয়েকজনকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মামলাটি দায়ের হয়েছে।

এ ঘটনায় সদর আসনে নির্বাচনী উত্তজনা ছড়িয়ে পড়ে। 


মানববন্ধনে বক্তব্য রাখেন -জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, জেলা যুবলীগের সদস্য হাবিবুল্লাহ হাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবহানি, তাতীঁলীগের ঢাকা উত্তর মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিক রাজ প্রমুখ। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top