উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করে জামানত হারালেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এরা হলেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ হিলটন প্রামানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিলটন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট এবং জাসদ (ইনু)'র প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯ শত ৬৪ ভোট। উল্লাপাড়া আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪৪০। মোট ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯ শত ৬৭।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে তাদের জামানত রক্ষা করতে মোট প্রদত্ত (কাস্টিং) ভোটের ৮ ভাগের অন্তত: ১ ভাগ ভোট পেতে হবে। সেক্ষেত্রে উল্লিখিত দুই প্রার্থীকে ২৯ হাজার ২ শত ৪৫ ভোট পেতে হবে। সেক্ষেত্রে তারা যে ভোট পেয়েছেন তাতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। সিরাজগঞ্জ -৪ আসনে মোট ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি বিজয়ী হয়েছেন। এই আসনে উল্লিখিত হিলটন প্রামানিক ও মোস্তফা কামাল বকুলসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা জানান, ইসির নিয়ম অনুসারে মোট অর্জিত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলে তার জামানত ফেরত পাবেন। কিন্তু এ আসনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীই সেই পরিমান ভোট পাননি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।