শফিকুল ইসলাম : ‘মানবতার সেবায়, নিয়োজিত আমরা’ এই শ্লোগানকে সামনে রেখে পূর্বাশার আলো সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে দরিদ্র অসহায় ১৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী বাজার হাজি মার্কেট পূর্বাশার আলো কার্যালয় থেকে এই কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো. আমজাদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিএসডিকে এনজিওর নির্বাহী পরিচালক মো. আবু হানিফ মাষ্টার, বন্দবেড় ইউপি সদস্য শফিকুল ইসলাম, পূর্বাশার আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম ,সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন, আবু হাফিজ আর্মি (অব:)সহ পূর্বাশার আলোর সকল সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সিএিসডিকে ও পূর্বাশার আলো ফাউন্ডেশনের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।