জামালপুর প্রতিনিধি : জামালপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমার বাংলাদেশ-এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সহকারী সচিব ও এবি পার্টি জামালপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: গোলাম নবী।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন তালুকদার, এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, এম এ খালেক, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল হাসান, জেলা যুব পার্টির সমন্বয়ক শিহাব উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে পরাধীনতার বন্ধন থেকে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার প্রকৃত সুফল এ দেশের জনগণ এখনো পায়নি। শাসক গোষ্ঠী আজ এই দেশ ও দেশের জনগণকে স্বাধীনতার নামে পরাধীন করে রাখার অপকৌশলে মেতে উঠেছে।
স্বাধীনভাবে কথা বলা, প্রতিবাদ করা, ভোটাধিকারসহ সকল ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য বক্তারা সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।