শফিকুল ইসলাম: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপত্তিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, একাডেমিক সুপার ভাইজার মুক্তার হোসেন ও সাংবাদিকসহ সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।