আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ইজিবাইক চাপায় আয়াত নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মালঞ্চ বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত মালঞ্চ দক্ষিণপাড়া গ্রামের মো: আমির হামজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আমির হামজা ও তার পরিবারের লোকজন আয়াতের চাচার বিয়ের পাত্রী দেখার জন্য বাড়ী থেকে বের হয়ে স্থানীয় মালঞ্চ বাজার মোড়ে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকে।
এ সময় একটি ব্যাটারী চালিত ইজিবাইক ঘোড়ানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে শিশু আয়াতের উপর পড়ে। এতে আয়াত মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা শিশু আয়াতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আয়াতের মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ জানান, দুর্ঘটনায় একজন শিশু নিহত হয়েছে তবে এখনো কোন অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।