কুড়িগ্রামে উপজেলা নিবার্চনে ৩৫ শতাংশ ভোটে নির্বাচিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম সদর, উলিপুর  এবং রাজারহাট  উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রামে উপজেলা নিবার্চনে ৩৫ শতাংশ ভোটে নির্বাচিত


তবে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এদিকে তিন উপজেলায় ৭ লাখ ৮১ হাজার ৮২৬ জন ভোটারের মধ্যে মাত্র ৩৫ শতাংশ  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা নিবার্চন কর্মকর্তা আলমগীর। 

নির্বাচিত প্রার্থীরা হলেন,কুড়িগ্রাম সদর উপজেলায় মঞ্জুরুল ইসলাম রতন আনারস প্রতিক ৫২ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি প্রার্থী আমান উদ্দিন আহমেদ মঞ্জু মোটরসাইকেল প্রতিক পেয়েছেন ২৯হাজার ৮৩ ভোট পেয়ে পরাজিত হোন। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রব ৩৪হাজার ৩৮৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আলপনা ৪৩হাজার ০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মোটরসাইকেল প্রতিক ৩৭হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি প্রার্থী  আবু নুর মো: আক্তারুজ্জামান আনারস ১৮হাজার ৭৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকার ৩১হাজার ৯০৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ২৯হাজার ৭৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

উলিপুর উপজেলা সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতিক নিয়ে ৫০হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি প্রার্থী মোটরসাইকেল প্রতিক গোলাম হোসেন মন্টু ১৫ হাজার ৮৪ ভোট পেয়ে পরাজিত হন। পুনরায় ভাইস চেয়ারম্যান পদে আবু সাঈদ সরকার ৪৮ হাজার ৩৮২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলি ২৮ হাজার ৮৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্যসহর্ র্যাব, বিজিবি, আনসার সদস্যরা তিনটি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করেন। সকলের সহযোগিতায় আজ আমরা শান্তিপূর্ণ নিবার্চন উপহার দিতে পেরেছি।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top