জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টায় দুধকুমার নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।
নিহত ওই কৃষকের নাম ঝন্টু মিয়া (৪৫)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শিলবাড়ি এলাকার শামছুল হকের ছেলে।
নিহত পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, গত রাত দেড়টার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
এ সময় ঝন্টু মিয়া বাড়ির পাশে দুধকুমার নদে মাছ ধরতে যান। রাত শেষেও বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজতে গিয়ে নদীর ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
পরিবারের ধারণা রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।