আগামীকাল সন্ধ্যার মধ্যে সব পুলিশকে থানায় যোগদানের নির্দেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার সন্ধার মাঝেই সকল পুলিশকে থানায় যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম। 

আগামীকাল সন্ধ্যার মধ্যে সব পুলিশকে থানায় যোগদানের নির্দেশ



এসময় তিনি জানান, চলমান সহিংসতায প্রতিটি হতাহতের ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা দেয়া হবে।

পুলিশ এবার সত্যিকার অরথেই জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করা হবে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দু:খ প্রকাশ করছি।

বুধবার (৭ আগস্ট) বিকাল ০৩টায় পুলিশ হেডকোয়ার্টার্সে এ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নবনিযুক্ত আইজিপি। 
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top