এবার সুর পাল্টাচ্ছেন আন্দোলনকারীদের সমর্থকরা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিকে সমর্থন জানিয়েছিলেন দেশের অনেক মানুষ। তবে নতুন করে সরকারের পদত্যাগ নিয়ে এক দফা দাবিতে সমর্থন হারাচ্ছে আন্দোলন। 

এবার সুর পাল্টাচ্ছেন আন্দোলনকারীদের সমর্থকরা



শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবির ঘোষণা দেন। এর পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন সমর্থকরা।

এ বিষয়ে সোশ্যাল মাধ্যমগুলোতে সরব হতে দেখা গেছে সাধারণ জনতার। তাদের ভাষ্য, ‘এতদিন কোটা সংস্কারের পক্ষে ছিলাম। এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।’

ফেসবুকে এ সংক্রান্ত বিপুল সংখ্যক পোস্ট দেখা যাচ্ছে। সেখানে তারা তাদের মনোভাব প্রকাশ করছেন।

জুবায়ের হোসেন শিহাব নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘কোটা সংস্কার এবং ছাত্রদের সকল যৌক্তিক দাবির পক্ষে আছি এবং থাকবো। বাট এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।’

সাইফুর নির্ঝর তার নিজের ফেসবুকে ওয়ালে লিখেছেন, ‘কোটা সংস্কারের পক্ষে ছিলাম। এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।’

একই মন্তব্য লিখেছেন, ওয়াসিফা জাহান, সাবরিনা তিথি, ইসফাত হোসেন রায়হান, রিজিয়া সুলতানা রাজু, জান্নাতুল ফেরদৌসসহ অনেকে।

এদের অনেকে এর আগে ফেসবুকে কোটা সংস্কারের পক্ষে লিখতে দেখা গেছে।

সাধারণ জনতার পাশাপাশি সুর পাল্টাতে দেখা গেছে অনেক বিনোদন তারকা, শিল্পীসহ রাজনীতিবিদদেরও।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘লাল প্রোফাইলগুলো বিবর্ণ হতে শুরু করেছে! তাদের হুশে আসার জন্য ধন্যবাদ!!’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ১৬ জুলাই সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আরো বেগবান হয়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় ৯ দফা দাবি দিয়েছিল। এরপর গতকাল এক দফা দাবি আসে।
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top