সেবা ডেস্ক: ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।
বুধবার রাষ্ট্রপতি বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন। এর আগে ২০২০ সালের ৮ অক্টোবর তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঐ সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।