সেবা ডেস্ক: জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বকশীগঞ্জ আঞ্চলিক শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম। এছাড়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মাহমুদুল হাসান মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে মোঃ মনিরুজ্জামান মনির (সাংগঠনিক সম্পাদক), মোঃ হামিদুল্লাহ (কোষাধ্যক্ষ), মো. রাসেল সরকার (প্রচার সম্পাদক), মোঃ নজরুল ইসলাম, এবং মোঃ সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এই কমিটি আগামী কার্যকাল পরিচালনা করবে এবং সমিতির সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকবে।
সমিতির সদস্যদের সহযোগিতার আহ্বান জানিয়ে সভাপতি মোঃ আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এবং সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মিলন তাদের বক্তব্যে বলেন, "এই কমিটি সমিতির উন্নয়ন এবং পরিবহন খাতের উন্নয়ন নিয়ে কাজ করবে।"
নবগঠিত কমিটির সাফল্য কামনা করেছেন সমিতির অন্যান্য সদস্যরাও।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।