সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এই কমিটির সদস্যরা নির্বাচিত হন।
নতুন কমিটির সভাপতি: কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মোকাদ্দেছ (রিপন), সিনিয়র সহ সভাপতি: আমির হোসেন কাজী, সহ সভাপতি: গোলাম মেহেদী ফারুক, মোঃ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক: গোলাম মোহাম্মদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক: ইকরামুল ইসলাম মাখন, সহ সাধারণ সম্পাদক: আনিছুর রহমান (সেতু) ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ: ইমরান শরীফ ইমু, উপ সম্পাদক: মোশারফ হোসেন, সহ সংগঠনিক সম্পাদক: জুবায়ের ইসলাম (জুয়েল), প্রচার সম্পাদক: রাশেদুল ইসলাম রুবেল, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক: মোঃ ইলিয়াছ আহম্মেদ, মোশারফ হোসেন মিশু, দপ্তর সম্পাদক: মোশারফ হোসেন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন, ফজলুর রহমান তারা, গোলাম মর্তুজা মোরাদ, হামিদুর রহমান, মোনায়েম হোসেন, আমজাদ হোসেন, আব্দুল ছালাম মিন্টু, আতাউর রহমান, তৌহিদ হাসান অপু।
নতুন কমিটির মেয়াদ ৩ বছর, ১০ আগস্ট ২০২৪ থেকে ১০ আগস্ট ২০২৭ পর্যন্ত।
উল্লেখ্য, এই কমিটি বন্দরের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা এবং আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।