জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ঈদে মিলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে হযরত মোহাম্মদ (স) এর জীবন-কর্ম-শিক্ষার উপর আলোচনা সভা ও দোয়ার মাহফিল ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় মডেল মসজিদ ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেছে। ইউএনও এস.এম. আলমগীর এতে সভাপতিত্ব করেন।
প্রধান আলোচক ছিলেন- মেলান্দহ সদর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুজিবুর রহমান।
বিশেষ আলোচক ছিলেন-ভাবকী হাই স্কুলের সহকারি শিক্ষক মাও. মোখলেসুর রহমান এবং মডেল মসজিদের ইমাম-খতিব মুফতি জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনা করেন-ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজহারুল ইসলাম।
এ ছাড়াও ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবসমাজের উদ্যোগে উদনাপাড়া মসজিদে, মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা, দাগি আলিয়া মাদ্রাসা, মির্জা আজম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত হয়।
এসব অনুষ্ঠান শেষে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।