উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক'শ পিস ইয়াবা সহ সোবহান আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উলিপুর এলাকার রাস্তার পাশ থেকে মাদক সহ তাকে আটক করা হয়। সোবহান সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সাহাপাড়া গ্রামের মৃত দেলবার প্রামাণিকের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উলিপুর এলাকা থেকে এক'শ পিস ইয়াবা সহ সোবহান নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার সকালে আটক মাদক কারবারিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।