সেবা ডেস্ক: ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে, তহুরা খাতুন করেন হ্যাটট্রিক।
বাংলাদেশ নারী দল গোলবন্যায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে পৌঁছালো |
বাংলাদেশ নারী ফুটবল দল ভুটানকে ৭-১ গোলে হারিয়ে দাপটের সাথে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। ফরোয়ার্ড তহুরা খাতুন এ ম্যাচে হ্যাটট্রিক করে তার দুর্দান্ত পারফরম্যান্সের জাত চিনিয়েছেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই তহুরা খাতুন গোলের সুযোগ তৈরি করেছিলেন। সপ্তম মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৫ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল আসে তহুরা ও সাবিনা খাতুনের পা থেকে।
দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ ৫-১ গোলে লিড নেয়। বিরতির পর তহুরা তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন, এবং ৭১ মিনিটে মাসুরা পারভীনের হেড থেকে সপ্তম গোলটি আসে। যদিও ভুটান ম্যাচের শেষে কিছু আক্রমণ চালায়, তবুও বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষক রূপনার কঠোর প্রতিরোধের সামনে তারা সফল হয়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।